গ্রামীণ দোকান থেকে ডিজিটাল সেন্টার একটি অনুপ্রেরণার গল্প

রফিক একজন ছোটখাটো দোকানদার যিনি গ্রামের একটি দোকান থেকে শুধু মোবাইল রিচার্জ এবং ফটোকপি সার্ভিস দিয়েই শুরু করেছিলেন। উদ্যোক্তা হিসেবে যুক্ত হওয়ার পর তিনি জন্ম নিবন্ধন প্রশিক্ষণ নিবন্ধন অনলাইন ফর্ম জমা দেওয়াসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা শিখলেন। আজ গ্রামের মানুষ প্রায় সব ধরনের ডিজিটাল কাজের জন্য তার ওপর নির্ভর করেন, এবং তার মাসিক আয় দ্বিগুণ হয়ে গেছে। মূল বার্তা প্রশিক্ষণ ডিজিটাল প্ল্যাটফর্ম গ্রামীণ উদ্যোক্তাদের জন্য নতুন আয়ের পথ।

রফিক
রফিক

উদ্যোক্তা, একসেবা ডিজিটাল সেন্টার

ভেরিফাইড, November 16, 2025

 সিস্টেমে সফলভাবে যুক্ত হওয়ার বার্তা দেখালেও ‘Our Story’ সেকশনটি এখনো ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছে না। মনে হচ্ছে কনটেন্টটি সেভ হচ্ছে, কিন্তু ফ্রন্টএন্ডে দেখাচ্ছে না। অনুগ্রহ করে সমস্যাটি কোথায় হচ্ছে তা দেখে দিন।